চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী জিরাট গ্রামের মাঠ থেকে ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রুহুল আমিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী একটি বেগুনের ক্ষেত থেকে ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি উপজেলার সীমান্তে ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত কাউসার মোল্লার ছেলে। এ ঘটনায় দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মাদকদ্রব্য পাচার আইনে মামলা করেছে।
সোমবার সকালে তাকে রুহুল আমিনকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, রোববার সন্ধার পর দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই সীমান্ত হয়ে একটি মাদকের বড় চালান আসছে। এ সময় এএসআই আবু বক্কার সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে জিরাট গ্রামের বড় মাঠের আব্দুল কাদেরের বেগুন ক্ষেতে অবস্থান নেয়। চোরাচালানিরা জিরাট মাঠে প্রবেশ করলে পুলিশ ধাওয়া দিলে রুহুল আমীনকে আটক করে। বাকিরা পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে ভারতীয় মাদকদ্রব্য ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা) সার্কেল মো. মুন্না বিশ্বাস থানা পরিদর্শন করেন।
(আহৃত)