ফরিদপুরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ অর্কের চমৎকার পারফরমেন্সের কারণে ভারতে অনুষ্ঠিত তিনটি খেলার দুটিতে জয়লাভ করেছে তার দল। এরমধ্যে একটি খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অপর খেলায় বেস্ট ক্যাচ ধরে দর্শকদের বিমোহিত করেছেন। দিল্লির হরিয়ানা প্রদেশে অনুষ্ঠিত এসোসিয়েশন কাপে বাংলাদেশের হয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে (৪জুন -৭জুন) ফরিদপুরের ক্রিকেটার আবদুল্লাহ অর্ক র বিধ্বংসী ব্যাটিং অসাধারণ কিপিং পারফরমেন্সের জন্য জেলা বাসীর পক্ষ থেকে জানানো প্রাণঢালা অভিনন্দন ।
প্রতিযোগিতার প্রথম ১ম ম্যাচে ৩৯ বলে ৮০ এবং ২য় ম্যাচে ১৩ বলে ৩৭ রান করেন। যদিও তৃতীয় ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি। এদিকে তার এই ক্রীড়া নৈপুণ্যের কারণে ফরিদপুর থেকে নাঈম শেখের পরে আরো একজন জাতীয় দলের খেলোয়ার কে খুঁজে পাবেন বলে আশা করছেন জেলাবাসী