মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলার আকাশ ডেস্ক
ফরিদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় নবাগত ইউএনও বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, ঝরে পড়া রোধ, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার শিক্ষাখাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ফলপ্রসূ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার আশ্বাসের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।