1. admin@banglarakash.com : admin :
November 26, 2025, 5:30 am
শিরোনাম :
লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩২ হাজার ৮১১ প্রবাসীর নিবন্ধন ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাত, বিপদে ‘ইন্ডিগো’র ফ্লাইট! জরুরি অবতরণ ভারতে ফরিদপুরের সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএসের সাড়ে ৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক ফরিদপুরে ‌ বেনজির আহমেদ তাবরিজ এর ‌ বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ‌ও ‌ স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি ‌ সজীবকে গ্রেফতার করেছে পুলিশ ফরিদপুরের কানাইপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে ঢাকা-ফরিদপুরসহ দেশে শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ!

লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

BanglarAkash desk
  • Update Time : Wednesday, November 26, 2025,
  • 32 Time View
Spread the love

🚨 ৬৪ জেলার এসপি চূড়ান্ত: জাতীয় নির্বাচন ঘিরে লটারির মাধ্যমে পদায়ন

বাংলার আকাশ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার (২৫ নভেম্বর, ২০২৫) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে এই লটারি অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত এসপিদের তালিকা শিগগিরই পদায়নের জন্য প্রস্তুত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

🏛️ লটারির প্রক্রিয়া ও উপস্থিত ব্যক্তিবর্গ

গতকাল ‘যমুনা’তে লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, “গতকাল ‘যমুনা’-তে লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। সরকারি আদেশ জারি হলেই তাঁদের পদায়ন করা হবে।”

👮 বাছাই ও নির্বাচনের মানদণ্ড

পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মকর্তাদের বদলি-পদায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা সংশ্লিষ্ট কমিটির হাতে দেওয়া হয় এবং জেলাওয়ারি পদায়ন লটারির মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এ কারণেই গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছিল।

⏭️ পরবর্তী ধাপ: ওসি পদায়নও লটারিতে

এসপি পদায়নের পরের ধাপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে বলে সূত্র জানিয়েছে। সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা এরই মধ্যে ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, “নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত হবে।”


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT