ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে
আজ বুধবার সকাল সাড়ে দশটায় একটি শোভাযাত্রা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদার।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহাসড়কে স্পীড ব্রেকারের সাইন না থাকা,
কিশোর বয়সী ছেলেদের অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো,
মহাসড়কে থ্রি হুইলার চলাচল, রাস্তার পাশে রাস্তার জায়গায় হাটবাজার অবস্থান। এবং জন সচেতনার অভাবে ও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ করা এবং ফুটপাত দখলমুক্ত করার পরামর্শ দেওয়া হয়। এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসার আহ্বান করা হয়।