ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী হাওয়া বইতে শুরু হয়েছে ফরিদপুরে।
ফরিদপুর ৩ আসনে বিএনপি’র সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচার-প্রচারণায় ভোটারদের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে ফরিদপুর সদরের ২৫ নম্বর ওয়ার্ডের ভাজনডাঙ্গা এলাকায়
শহর যুবদলের সাবেক সহ-সভাপতি নুরু মিঞার নেতৃত্বে যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল ও মহিলা দলের বিপুল শঙ্খক নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় কৃষক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল হক বুলেট, আলিয়াবাদ ইউনিয়নের সাবেক সদস্য ওহিদুল হক মিয়া, মোবারক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।