ভারতের ‘চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)’ জেনারেল অনিল চৌহান জরুরিভিত্তিতে দেশের প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজকের যুদ্ধটা আগামী দিনের প্রযুক্তি দিয়েই লড়তে হবে, সেকেলে ব্যবস্থায় নয়।’
আজ বুধবার দিল্লিতে ড্রোনবিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তব্যে অনিল চৌহান এসব কথা বলেন। তিনি মনে করেন, ভারতের উচিত, কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো।
চৌহান বলেন, ‘আমদানি করা প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের প্রস্তুতিকে দুর্বল করে দেয়।’
গত মে মাসে পাকিস্তানে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রসঙ্গ টেনে চৌহান দাবি করেন, সীমান্তজুড়ে পাকিস্তান অস্ত্রবিহীন ও অস্ত্রবাহী দুই ধরনের ড্রোনই মোতায়েন করেছিল। এর বেশির ভাগই ধ্বংস করা হয়। এসব ড্রোনের কোনোটিই ভারতীয় সেনাবাহিনী কিংবা বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।
আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে, ড্রোন কীভাবে খুব সহজেই কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। ড্রোনের ব্যবহার এখন আর শুধু সম্ভাবনা নয়—এটা বাস্তবতা, যা আমরা এখনই দেখতে পাচ্ছি।’
চৌহান মনে করেন, ভারতকে দেশীয়ভাবে ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।