সেনা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গত রবিবার (২৯ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আড়পাড়া গ্রাম থেকে ওই প্রতারককে জনতা আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করে। গ্রেপ্তার ভুয়া সেনা সদস্য হলেন- নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করেন।
সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সাল আহমেদকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করেছেন বলে স্বীকার করেন। যৌথবাহিনী এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। পরে যৌথবাহিনী ফয়সাল আহমেদকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং পরে কাশিয়ানী থানার হস্তান্তর করে।