দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ রবিবার দুপুর ১টার আগেই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকালের দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে 55 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে, কারণ তাৎক্ষণিক ঝড়ো হাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকার আকাশ সকালের পর থেকেই মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে পারে
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় মৌসুমি চাপ রয়েছে, যার প্রভাবেই উপকূলীয় ও আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।