স্টাফ রিপোর্টারঃ
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখার পক্ষ থেকে “শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বুধবার ১৫ জানুয়ারী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখায় বিকালে ফরিদপুর চরকমলাপুর মাদ্রাসা সহ ১২ টি মাদ্রাসা, এতিমখানার শিশু ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খূল হাদিস আল্লামা হেলালুীদ্দন সাহেব ,মুহতামিম, চরকমলাপুর মাদ্রাসা,ফরিদপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রফেসর আব্দুত তাওয়াব এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আব্দুস সামাদ। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, আলেম ওলামা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ফরিদপুর সদরের বিভিন্ন জায়গা থেকে আগত অসহায় হতদরিদ্র পুরুষ-মহিলাদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সবসময়ই বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান।