বাংলার আকাশ ডেস্কঃ
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার উদ্যোগে গতকাল ৩০ অক্টোবর ২০২৪ রোজ বুধবার স্থানীয় আল আরাফা ইসলামী ব্যাংকের অফিস কার্যালয়ের দ্বিতীয় তলায় বিকাল ৪ টায় আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শাহ্ ফরিদ রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী জনাব ওমর আলী এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোয়াজ্জেম হোসেন বুলবুল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ অধ্যক্ষ এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ, অনুষ্ঠনটির সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়ালিউল্লাহ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃক আয়োজিত যে কৃষক, ছাত্র এবং নারী উদ্যোক্তা এবং নিম্ন আয়ের মানুষের যে ব্যাংকিং সেবা প্রদান এবং ব্যাংকে তাদের অর্থ জামানত হিসেবে গ্রহণ সহ বিভিন্ন সেবা প্রদান করার যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে সবাই্ব্যােআল ্কেআরাফা ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানান ।
উপস্থিত ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী শাহীন চৌধুরী এবং গিয়াস উদ্দিন চৌধুরী সহ যারা উপস্থিত ছিলেন তারা বলেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কর্ম রত শ্রমিক এবং কর্মজীবীদের ব্যাংকিং খাতে অংশগ্রহণের জন্য তারা ব্যাংকে হিসাব খোলার পরামর্শ প্রদান করবেন এবং উত্তরোত্তর ব্যাংকিং সেবা কে মানুষের সেবায় কাজে লাগানোর জন্য সকলকে পরামর্শ দেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনিয়োগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামরুল হাসান। বিশেষ দোয়ার মাধ্যমে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠানটি শেষ হয়।