বাংলার আকাশ ডেস্কঃ
শারদীয় দূর্গা উৎসবে ফরিদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন ফরিদপুরে জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, প্রতিটি মন্দিরের কমিটির সক্রিয়তার পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, যাতে এই উৎসব সার্বজনীন রূপ নেয়। বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পূজা উদযাপন কমিটির ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালিদ, পুলিশ সুপার আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দীকি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সাহা, সহ-সভাপতি ডা. অপু সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ। জেলা প্রশাসক বলেন, বিগত দিনের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রতিটা মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক বলেন, কোনো মন্দিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। এবার ফরিদপুরে ৭২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। গত বছর হয়েছিল ৮০৮টি মণ্ডপে।