1. admin@banglarakash.com : admin :
November 28, 2025, 2:55 am
শিরোনাম :
তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩২ হাজার ৮১১ প্রবাসীর নিবন্ধন ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাত, বিপদে ‘ইন্ডিগো’র ফ্লাইট! জরুরি অবতরণ ভারতে ফরিদপুরের সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএসের সাড়ে ৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক ফরিদপুরে ‌ বেনজির আহমেদ তাবরিজ এর ‌ বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ‌ও ‌ স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি ‌ সজীবকে গ্রেফতার করেছে পুলিশ ফরিদপুরের কানাইপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ৮৪ শতাংশ (গবেষণা জরিপের ফল প্রকাশ)

Reporter Name
  • Update Time : Tuesday, September 17, 2024,
  • 78 Time View
Spread the love

বাংলার আকাশ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৬ শতাংশ শিক্ষার্থী মনে করে দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, ৮৩.৮% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতিকে ‘একেবারেই নিষিদ্ধ’রূপে প্রত্যাশা করেছেন। সংস্কাররূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬% শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় ঢাবি সাংবাদিক সমিতিতে ঢাবি গবেষণা সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত’-শীর্ষক গবেষণা জরিপের ফল প্রকাশ করা হয়।

গবেষণাটি গত ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮টি বিভাগ ও ১০টি ইনস্টিটিউটের ২২৩৭ জন শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন।

জরিপের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিয়ে প্রত্যাশায় ৮৩.৮% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতিকে ‘একেবারেই নিষিদ্ধ’ রূপে প্রত্যাশা করেছেন। সংস্কাররূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬% শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি যে অবস্থায় আছে সেই অবস্থায়ই প্রত্যাশা করেছেন মাত্র ০.২%। ৮৮% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির “কোনো গুরুত্ব নেই” বলে মনে করেন।

সর্বমোট ৯৬% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন (যার মধ্যে ৭১% “খুবই নেতিবাচক প্রভাব” ও ২৫% “নেতিবাচক প্রভাব” ফেলে বলে মনে করেন)। এর বিপরীতে ৩% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন (যার মধ্যে ১% “খুবই ইতিবাচক প্রভাব” ও ২% “ইতিবাচক প্রভাব” বলে মনে করেন)। ১% শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর কোনো প্রভাব ফেলে না।

দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিকল্প হিসেবে ৮১.৯% শিক্ষার্থী নিয়মিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও দলীয় ছাত্র রাজনীতির প্রশ্নে ৮০% শিক্ষার্থী “শুধুমাত্র ছাত্র সংসদ চান, তবে দলীয় ছাত্র রাজনীতি চান না” বলে মতামত দিয়েছেন।

ছাত্র রাজনীতির মূল প্রভাব হিসেবে ৮৭.৫% শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহারকে উল্লেখ করেছেন। ৮৭.৩% শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপর মানসিক চাপ, ৮৪.৭% শিক্ষার্থী ভয়ংকর গেস্টরুম কালচার, ৭৭.২% রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংতা, ৭৪.১% দাঙ্গা-হাঙ্গামা, ৬৮.৮% নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা, ৬৮.৭% জাতীয় রাজনৈতিক দলের প্রভাব, ১১.৪% নেতৃত্বে সুযোগ সৃষ্টি, ৪.৬% ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং ৪.৫% অন্যান্য প্রভাব উল্লেখ করেছেন।

জরিপের ফলাফলে আরও দেখা যায়, ক্যাম্পাসভিত্তিক বা হলভিত্তিক দলীয় ছাত্র রাজনীতির কমিটি প্রদানকে ৯৪% শিক্ষার্থী সমর্থন করেন না।

বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতির সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন কি? এমন প্রশ্নে ৯৫% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতির সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন না। ৮১% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের কারণে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন।

দলীয় ছাত্র রাজনীতি পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকায় ৫৯% শিক্ষার্থী “খুবই অসন্তোষজনক”, ২৭% শিক্ষার্থী “অসন্তোষজনক”, ৯% শিক্ষার্থী “মধ্যম”, ৩% শিক্ষার্থী “সন্তোষজনক” এবং ১% শিক্ষার্থী “খুবই সন্তোষজনক” হিসেবে মূল্যায়ন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি প্রকৃত অর্থেই জাতীয় নেতৃত্ব তৈরি করতে সক্ষম নয় বলে মনে করেন ৮৭% শিক্ষার্থী।

রাজনৈতিক কার্যক্রমের ফলে ৭৪% শিক্ষার্থীদের নেতিবাচক অভিজ্ঞতা আছে বলে উল্লেখ করেন, অপরদিকে মাত্র ২৬% শিক্ষার্থীর নেতিবাচক অভিজ্ঞতা নেই বলে মতামত প্রকাশ করেন। ৯০% শিক্ষার্থী ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন না।

গবেষকরা জরিপের ফলাফল অনুযায়ী ৪টি সুপারিশ প্রদান করেন:-

১.দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ।

২. ডাকসু পুনর্জীবিত ও সংস্কার।

৩.শিক্ষা ও গবেষণা উন্নয়ন কমিটি গঠন।

৪. শিক্ষা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরু করে। সংগঠনটি বিভিন্ন সময় গবেষণা জরিপ প্রকাশ করে শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT