মানিক দাসঃ
ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের মধ্য চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান আলমের অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণ এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম মেরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক কবিরুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক ইমরান হোসেন, সহকারী শিক্ষক দেবাশীষ ব্যানার্জি, ইউপি সদস্য লাকি বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের হাতে উপহার সামগ্রীসহ মানপত্র তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।