1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার সন্ত্রাসী দুর্নীতিবাজ মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে ছাত্র জনতার পদযাত্রা ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের ছাত্র জনতার  উদ্যোগে পৌর সন্ত্রাসী দুর্নীতিবাজ মেয়র কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ হতে ‌ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষ পৌরসভা কার্যালয়ে এসে শেষ হলে ‌  ‌ সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু,  মোঃ সোহেল, মোহাম্মদ মেহেদী , কাজী রিয়াজ , মোহাম্মদ সিফাত , মেহেদী হাসান হৃদয়, প্রমুখ ‌। সভায় বক্তারা পৌর মেয়র অমিতাভ বোসের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন ‌ তারা বলেন পৌর মেয়র একজন মাতাল । তিনি দুর্নীতিবাজ ‌ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়  তার নেতৃত্বে ‌ ছাত্র সমাজের উপর অত্যাচার করা হয়েছিল। তিনি ফরিদপুর পৌরসভাকে দুর্নীতির আখরায় পরিণত করেছেন । শুধু তিনি  একা নন দুর্নীতির সাথে ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা জড়িত। গত বছরগুলোতে ‌ তিনি ‌ কোথায় কি উন্নতি করেছেন তা আমরা খতিয়ে দেখব। পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এবং অবশ্যই বিচারের আওতায় আনা হবে। উনি রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণকে ভোট দিতে হয়নি। আর তিনি ক্ষমতায় বসে ‌ পৌরসভা কে ইচ্ছামতো ব্যবহার করেছেন। একই সাথে ‌ যে সমস্ত কাউন্সিলর বৃন্দ ‌ তাকে সহযোগিতা করেছেন ‌ তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। জনগণ একটা মাতালকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় না। অবিলম্বে এই মেয়রের অপসারণ করো না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ‌ তারা জানান। এর আগে ‌ ফরিদপুর পৌরসভা মেয়রের  কক্ষে, প্যানেল মেয়রের কক্ষে, এবং কাউন্সিলরদের কক্ষে  তালা লাগিয়ে দেয়া হয়।

এরপর ‌ ছাত্র সমাজের ‌ ১০ দফা দাবি ‌ তুলে ধরা হয়। শৌর মেয়র ও দুর্নীতিবাজ কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবি নিম্নরূপ:-

১. ‘স্বন্দ নিয়োগ প্রক্রিয়া ও আগামীর পৌর মেয়র পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ঘুন বা অবৈধ র্যকলাস করতে পারবে না। প্রগামীর পৌর মেয়রকে অবশ্যই জনগণের জন্য কাজ করবে।

২. বরখাস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যঙ্ক হামলায় জড়িতদের ঘরখাস্ত করতে হবে।

৩. ‘অর্থনৈতিক স্বচ্ছতা: পৌরসভার অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রতিটি খরচের হিসাব জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। ফরিদপুর পৌর সুপার মার্কেট এর দোকান গুলা নিজেদের মধ্যে ভাগা ভাগি বন্ধ করেতে হবে এবং সকল প্রকার দুর্নীতি অনিয়মের প্রতিবেদন আমাদের কাছে দেবে ।

৪. বাজেট এবং প্রকর ব্যবস্থাপনা: বাজেট প্রণয়ন এবং প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় জনগণের অংশগ্নহণ নিশ্চিত করতে হবে এবং বাজেটের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে।

৫.  পৌরসভার নিয়মিত অডিটের ব্যবস্থা করতে হবে এবং অডিটের রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করতে হবে।

৬. “জবাবদিহিডা: পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কাজের অন্য অব্যবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

৭. ‘জনঅভিযোগ ব্যবস্থা: জনগণের অভিযোগ গ্রহণ এবং সমাধানের জন্য একটি কার্যকরী ব্যবস্থা চালু করতে হবে। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখতে হবে।

৮. পৌরসভায় চালু থাকা প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

 

৯. “পৌরকর ব্যবস্থাপনা: পৌরকর নির্ধারণ এবং আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কর আদায়ের ক্ষেত্রে কোনো অবৈধ পদ্ধতি গ্রহণ করা যাবে না এবং অতিরিক্ত পৌরকর ধার্য করা যাবেনা কোনমতেই ।

১০. নিয়মিত মনিটরিং: পৌরসভার কাজ এবং পরিসেবা নিয়মিত মনিটরিং করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ঘটতে না পারে।

 

উপরোক্ত ১০ দফা দাবি অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে বলে ছাত্র জনতা দাবি পেশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT