স্টাফ রিপোর্টার :
গত ৫ আগস্ট রাত ১০ঃ৩০ মিনিটে ফরিদপুরের ধুলদী রেলগেট বাজারে প্রতিষ্ঠিত মেসার্স মল্লিক ট্রেডার্স, মেসার্স শ্যানাল এন্ড ব্রাদার্স, মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ ও বেপারী বস্ত্রালয়ে, কোটা আন্দোলন কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদত্যাগের সুযোগে স্থানীয় দুর্বৃত্তরা উক্ত চারটি প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। প্রতিষ্ঠানগুলোতে থাকা মুদি মালামাল এবং টিসিবির পন্য, সার, বীজ, কীটনাশক ও বস্ত্রালয়ের কাপড়-চোপড় সহ প্রায় এক কোটি টাকা সমপরিমাণ ক্ষতি হয় বলে জানায় প্রতিষ্ঠানগুলোর একজন কর্ণধর সাইফুল ইসলাম । ঘটনার বিবরণে তিনি জানান সারাদেশে যখন প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাত্র-জনতা আনন্দ করছিল তখন অর্থাৎ গত ০৫/০৮/২৪ রাত দশটা তিরিশ মিনিটে ১৭-১৮ জন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে লুটপাট , ভাংচুর সহ আগুন দেয়। পার্শ্ববর্তী স্থানীয় জনসাধারণ দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় কিন্তু ততক্ষণে চারটি দোকানের সকল মালামাল এবং কাগজপত্র সহ দলিল পুড়ে যায়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় ১৩/০৮/২৪ তারিখে ৪০২ নং একটি জি ডি করা হয়েছে বলে তিনি জানান।