ফরিদপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি পালন
বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
Update :
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
Share
Spread the love
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলা মহানগর বিএনপির ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১৫ ই আগস্ট সকালে ফরিদপুর শহরের আলিপুর থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কাঠপট্টি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান ও যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ।
সম্পাদক ও প্রকাশক- শেখ সাইফুল ইসলাম অহিদ। বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম । প্রধান অফিস - কলেজ রোড, ঝিলটুলী, ফরিদপুর। ঢাকা অফিস:৭৫/৭৬ বি এস ভবন,৪ তলা, রুম নং: ১০৮,নিউ এলিফেন্ট রোড,ঢাকা-১২০৫ । Mobile:01711009299, 01971009299 Email:-banglarakashnews24@gmail.com, shek769@gmail.com