1. admin@banglarakash.com : admin :
October 15, 2025, 6:09 am

জাবিতে এক দফা দাবিতে শিক্ষার্থীদের গণজোয়ার, মহাসড়ক অবরোধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : Sunday, August 4, 2024,
  • 36 Time View
Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণজোয়ার ঘটেছে। সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলে প্রায় পাঁচ হাজার ছাত্র-জনতা অংশ নিয়েছে।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এসময় সাভার-আশুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে গণমিছিলে যোগদান করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে ‘দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশে আজ আমার ভাইদের রক্ত ঝরছে। শত শত শিক্ষার্থী শহিদ হয়েছে। এই সরকার এ বিষয়ে কোনো ব্যাবস্থা নেয় নাই। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। তারা আরও দাবি করেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এসময় ঢাকামুখী পদযাত্রার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করছেন।

এর আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে আজ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT