ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ (ভাংগা জোন), ডিবি পুলিশ ফরিদপুর এর নেতৃত্বে নগরকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২ এপ্রিল রাত ৯টা ২০ মিনিটের সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন আজিয়া বাজারের পশ্চিম পাশে ব্রীজ এর সোহরাব এর ফলের দোকানের সামনে হতে আসামী ১। মোঃ আজিজুল মল্লিক (৩০), পিতা-মোঃ আঃ গফুর মল্লিক, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, ২। মোঃ রাজন মিয়া (২০) পিতা মোঃ ফারুক মিয়া, মাতা- মোসাঃ রেখা বেগম, উভয় সাং আজিয়া উভয় থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর থেকে উক্ত ২ জনকে ৪২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।