ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার সকাল দশটায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবীর, পুলিশ সুপার মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।
বক্তারা সভায় ব্যক্ত করেন যে, ২৫ মার্চের গণহত্যা দিবস জাতীয়ভাবে পালনের মাধ্যমে নতুন প্রজন্ম, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান বাহিনীর নির্মম হামলার বিষয়ে জানতে পারবে এবং এতে সবার মধ্যে দেশের প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি পাবে ।
Like this:
Like Loading...