ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে সাকিব শেখ (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে ফরিদপুর পৌরসভার ০৩নং ওয়ার্ডের পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলার সিলিং ফাঁনের হুকের সাথে উক্ত সাকিব শেখ(১৯), পিতা-হাশেম শেখ, মাতা-আকলিমা বেগম, সাং-পাচ্চর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত নির্মান শ্রমিকরা পুলিশকে সংবাদ পাঠায়। পরবর্তীতে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে প্রেরণ করেন। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।