ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় জয়নগর (বট তলা) নামক এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা প্রস্তুত এর মাধ্যমে বায়ু দূষণ করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাঈদ আনোয়ার এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব টিপু সুলতান। মোবাইল কোর্টে ০১ (এক) টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্ট অভিযানের বিস্তারিত তথ্য নিম্নে উপস্থাপন করা হলো:
১. প্রতিষ্ঠানের নাম: ব্যাটারি প্রসেসিং ইন্ডাস্ট্রিজ; স্বত্বাধিকারী: জনাব মোঃ হিরু মুন্সি; ঠিকানা: জয়নগর (বট তলা), বোয়ালমারী, ফরিদপুর। আদায়কৃত জরিমানার পরিমাণ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা। প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এসময় মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা প্রস্তুতের মাধ্যমে বায়ু দূষণ না করার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ কার্যালয় কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয় ।