ফরিদপুর জেলা প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি রেজোয়ান হোসেন নাঈমের সভাপতিত্বে আজ শুক্রবার সকাল দশটায় শহরের পশ্চিম খাবাসপুর জামিয়াতুস সুফফা মাদ্রাসা প্রাঙ্গনে এক তারবিয়্যাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক মোহাম্মদ আল-আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল জামি আজম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম রনি প্রমূখ উপস্থিত ছিলেন।