ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মরহুম এস এ মান্নান এর ৩৪তম মৃত্যুবার্ষিকী এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজের দরবা্র হলে পালিত হয়েছে।তিনি ১৯৩৮ সালে ফরিদপুর জেলার আলিপুরে জন্মগ্রহন করেন।মরহুম এস এ মান্নান ব্যক্তিগত জীবনে মানব দরদী হিসেবে দীর্ঘদিন মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। সমাজে তিনি অন্যের ব্যাথায় ব্যথিত হতেন এবং সবসময় পরের উপকার নিয়ে ব্যস্ত থাকতেন। মাওলানা ভাসানীর আওয়ামী ন্যাপ এর সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধে ছিল তার সক্রিয় অংশগ্রহণ এবং মৃত্যুর আগ পর্যন্ত ফরিদপুর শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। শিক্ষা ক্ষেত্রে ছিল তার ব্যাকুল প্রাণ। সেজন্য বিভিন্ন স্কুল ও কলেজ,মসজিদ, মাদ্রাসায় অনুদান এবং সার্বিক সহযোগিতায় তার হাত ছিল প্রসারিত। মৃত্যুকালে তিনি রেখে যান তার পাঁচ সন্তান এবং তার কর্মফল ও মনুষত্ববোধ যা অম্লান হয়ে থাকবে সারা জীবন।