কুমিল্লা কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সমস্যায় পড়েছে। এরই মধ্যে মঈন আলী-উইল জ্যাকরা ভালো পারফর্ম করছেন। রয়েছেন জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, রেইফার-ব্রুক গেস্টরা। এদিকে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মঈন আলী। তার ধারণা, বাংলাদেশের কোচ হওয়ার যোগ্যতা রাখেন সালাহউদ্দিন। মঈন বলেন, ‘সালাহউদ্দিন আমার দেখা বিশ্বের অন্যতম সেরা ক্লাব কোচ। বাংলাদেশের সেরা কোচ, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি একটু অবাক হয়েছি তাকে বাংলাদেশের প্রধান কোচ হিসাবে না দেখে। তিনি অন্যতম সেরা কোচ। শীর্ষ পাঁচে থাকবেন।’