ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা পৌনে একটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম,সিভিল সার্জন মোঃ সিদ্দীকুর রহমান,পৌর মেয়র অমিতাভ বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা,সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ বাকাহীদ হোসেন,জেলা আনসার কমান্ড্যান্ট নাদিরা পারভীন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও তাদের স্ব স্ব দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।