ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর ৩ নং আসনের সংসদ সদস্য এ কে আজাদ। বিশেষ অতিথি প্রতিনিধি এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও আজীবন দাতা লোনা টি. রহমান, জেদ্দা আবুল ফয়েজ মজিবুর রহমান মাধ্যমিক স্কুলের আজীবন দাতা সদস্য অধ্যাপক সৈয়দ আ স ম আলম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। আগামী ৩রা ফেব্রুয়ারি তারিখে গেরদা ইউনিয়নে পশরায় ট্রেনিং সেন্টার উদ্বোধন হবে। আপনার সবাই সেখানে আমন্ত্রিত। যেখানে আমরা ৪০০-৫০০ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেবো এবং তাদেরকে প্রশিক্ষণ শেষে ঢাকায় নিয়ে চাকরির ব্যবস্থা করে দেবো। তাছাড়া ফরিদপুরের ছেলে মেয়েদের পড়াশোনার মান উন্নতির জন্য প্রাইমারি লেভেল থেকে লেখাপড়ার পদ্ধতি উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রধান অতিথি স্কুলের শিশুদের জন্য নগদ অনুদান প্রদান করেন। এবং বাউন্ডারি দেয়াল করে দেবার প্রতিশ্রুতি দেন।