ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে আজ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। । ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ৪০ জন বাক-শ্রবণ প্রতিবন্ধীসহ মোট ১০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।