1. admin@banglarakash.com : admin :
October 14, 2025, 12:15 pm

শেষ হচ্ছে অবরোধ, কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : Thursday, November 16, 2023,
  • 31 Time View
Spread the love

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর বিরতি দিয়ে এ পর্যন্ত ৫ দফা অবরোধ কর্মসূচি দিয়েছে দলটি। ৫ম দফার অবরোধ কর্মসূচি শেষ হতে যাচ্ছে আজ।

এদিকে নির্বাচন কমিশন বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। তফশিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে নতুন করে আরও কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

বিএনপি নেতারা বলছেন, তারা চূড়ান্ত পর্বের কর্মসূচি দিতে যাচ্ছেন। চূড়ান্ত পর্বের কঠোর কর্মসূচিতে সর্বাত্মক হরতাল বিবেচনায় রয়েছে বিএনপির হাইকমান্ডের।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বুধবার তফশিল ঘোষণার পর বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের করণীয় সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। এছাড়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সভা করেন দলটির হাইকমান্ড। সেখানে চলমান অবরোধ শেষে রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এরপর লাগাতার হরতাল বা অবরোধ পালনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এদিকে আগামী রোব ও সোমবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। নুরুল হক নুরের গণঅধিকার পরিষদও বৃহস্পতিবার একই কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার সন্ধ্যায় তফশিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযেগী সংগঠনের নেতাকর্র্মীরা। বিক্ষোভ করেছে গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিও। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্রমঞ্চের নেতারা জানান, বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবেন তারা।

তফশিল ঘোষণার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফশিল প্রত্যাখ্যান করে বলেন, ‘গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফশিল ঘোষণা করেছে। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফশিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনামার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত তফশিল জনগণ মানে না। এই নীলনকশার নির্বাচনের তফশিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল-বিএনপির পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এই সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, আরও কঠিন থেকে কঠিনতর হবে। অতি দ্রুতই আওয়ামী নাৎসি সরকারের পতন ঘটবে। জনগণের সরকার প্রতিষ্ঠার পর এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবার বিচার করবে জনগণ।’ রিজভী আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেছেন-অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। একথা তো ডাহা মিথ্যা, ভন্ডামিপূর্ণ এবং মেকি। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা চোরাবালিতে পড়ার শামিল।’

তফশিল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, লেবার পার্টিসহ সমমনা দলগুলো। প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীও।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT