ঘরের মাঠেই নাজেহাল অবস্থা শ্রীলংকা ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে গলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় স্বাগতিকদের।
প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হওয়া শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে অলআউট ২৭৯ রানে।
প্রথম ইনিংসে সৌদ শাকিলের ২০৮ রানের অনবদ্য ইনিংসে ব্যাটিং বিপর্যয় এরিয়ে ৪৬১ রান করে পাকিস্তান। গল টেস্টে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের প্রয়োজন মাত্র ১৩১ রান।