এস ইসলাম :
আজ সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট শামসুউদ্দিন মোল্লার ৩২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দীন মোল্লা কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের রানার।
উক্ত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম শামসুদ্দিন মোল্লা সাহেবের ৩য় সন্তান এবং ফরিদপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জনাব জুবায়ের জাকির ।
আলোচনায় অংশগ্রহণ করেন শেখ সাইফুল ইসলাম অহিদ, সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলার আকাশ এবং বাংলার আকাশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সাংবাদিক নাজিম বাকাউল, সাংবাদিক বিল্লাল চৌধুরী, সাংবাদিক সেলিম মোল্লা, সম্পাদক বাঙালির সময় । সাংবাদিক মনির হোসেন, বাংলাদেশ বেতার। সাংবাদিক পান্না বালা, প্রথম আলো বুরো প্রধান, ফরিদপুর । সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, এবং শামসুদ্দিন মোল্লা সাহেবের চতুর্থ সন্তান জনাব আহমেদ জুনায়েদ বাকি এবং পঞ্চম সন্তান কামরুজ্জামান কাফি।
স্মরণসভা ও আলোচনা সভায় বক্তারা মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা সাহেবের কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের সংবিধান রচিয়তা হিসেবে সবাই তার মুক্তিযুদ্ধের প্রতি অবিচল কর্মকন্ঠা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অন্যতম সহযোদ্ধা হিসেবে তার বিভিন্ন দিক তুলে ধরেন ।বক্তারা মরহুম শামসুদ্দিন মোল্লার বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের পেছনে যে ভূমিকা ছিল তা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহবান জানান এবং শামসুদ্দিন মোল্লা সহ ফরিদপুরের যারা গুণী ব্যক্তি ছিলেন তাদের প্রত্যেকেরই জীবন ও জীবনী বর্তমান প্রজন্মের মধ্যে তুলে ধরার আহ্বান জানান। আলোচনায় মরহুম শামসুদ্দিন মোল্লা সাহেবের সন্তানেরা তার নামে ফাউন্ডেশন কার্যক্রম সম্পর্কে অবগত করেন। পাশাপাশি ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহ বাংলাদেশের আওয়ামীলীগ ও সরকারের প্রতি বিশেষভাবে মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা সাহেবের যথাযথ সম্মানের ব্যবস্থা আহবান জানান এবং স্বাধীনতার সংগ্রামে ছয় দফা আন্দোলনে, ১৯৭০ সালের নির্বাচনে, শামসুদ্দিন মোল্লা সাহেবের সার্বিক কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রধান সহ ইতিহাস জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়ার মাধ্যমে মরহুমের রুহের মাগফের কামনা করা হয়।
এই স্মরণ সভা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন তাজ, সাংবাদিক ইবু , সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক হিমেল, মোয়াজ্জেম হোসেন বুলবুল এবং মোঃ কামরুজ্জামান খাইরুল কবির ও লিয়াকত হোসেন, প্রমুখ।