২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। তারপর পর সবচেয়ে বেশি (৩২ বছর ২১৬ দিন) বয়সী ক্রিকেটার হিসেবে আজ ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল রনি তালুকদারের।
এ তালিকায় রনির ওপরে আছেন জাহাঙ্গীর শাহ (৩৬ বছর ২৫৫ দিন) ও রকিবুল হাসান (৩৩ বছর ৮৯ দিন)। এ দুজনেরই অভিষেক হয়েছিল ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে।
রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয় রনির। একদিনের ক্রিকেটে চার মেরে রানের খাতা খোলা রনি ফেরেন ১৪ বলে ৪ রানে।