বাংলার আকাশ ডেস্কঃ
আজ “ঈদে মিলাদুন্নবী” প্রায় দেড় হাজার বছর আগে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ ( সাঃ) পবিত্র নগরী মক্কায় বিখ্যাত কুরাইশ বংশে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার দিনের রাতের মহাসন্ধিক্ষনে ‘সুবেহ সাদেক’ এ শুভ জন্মগ্রহণ করেন। আবার একই দিনে তিনি ইন্তেকাল করলেও মুসলিম উম্মাহার কাছে এ দিনটি ” ঈদে মিলাদুন্নবী” হিসাবে পরিচিত। বিশ্বনবীর শুভাগমন উপলক্ষ্যে বিশ্ব মানবতার আনন্দ উৎসবের মাস।
যথাযোগ্য মর্যাদায় আজ এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের কনভেনশন হল এ ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ মমিন আলী, প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক জনাব মোঃ সজিব মিয়া সহ সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটগন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ, নাত, গজল সহ হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাঃ এর জীবনী নিয়ে আলোচনা করা হয়।