বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ার প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আঃলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জেলা মহিলা আঃলীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আঃলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি শামীম হক,অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস আনোয়ারা বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আক্তার কৃক,, শ্রমিক লীগের লীগের সভাপতি গোলাম ফরিদপুর জেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসূল তানিয়া।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর তারিখে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঃলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনসমূহ রাজনীতিতে সক্রিয় হওয়া সহ নেতা কর্মীরা উজ্জীবিত হবে বলে সাধারন মানুষ মনে করে।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যেতে হবে। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন নিজেদের মধ্যে কোন আত্মকলহ না করে সবাইকে একসাথে দলের স্বার্থের কাজ করতে হবে।
নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের এই কমিটি ফরিদপুরের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন