বাংলার আকাশ ডেস্কঃ
চেক রিপাবলিকের প্রাগ শহরে বৃহস্পতিবার জড়ো হয়েছেন ইউরোপের নেতারা। এই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
ইউরোপের নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ইউরোপ বিরোধী দেশ হলো রাশিয়া।
তিনি বলেন, রাশিয়ার এখন শুধু একটিই নীতি, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা, ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করা, বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করা’।
সম্মেলনে উপস্থিত ইউরোপের নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে তারা যেন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের জয় পেতেই হবে যেন রাশিয়া পরবর্তীতে (ওয়ারস) পোল্যান্ড অথবা আবারও (প্রাগে) চেক রিপাবলিকে আক্রমণ করতে না পারে।
(আহৃত)