বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয়।
হিন্দু শাস্ত্র মতে কুমারী মেয়েদের দেবিজ্ঞানে এবং মা জ্ঞানে পূজা করা হয় । এ কারণে যুগ যুগ ধরে দুর্গাপূজার অষ্টমীর দিনে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর কুমারী পুজোতে ৯ বছর বয়সি কুমারী শ্রেয়সী শ্রেয়া চক্রবর্তীকে কুমারী হিসেবে পূজা করা হয়। তার পিতার নাম শিব শঙ্কর চক্রবর্তী । মায়ের নাম জয়ন্তী কুমারী। তিনি বোয়ালমারী বাসিন্দা এবং চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করেন বলে জানা গেছে।
এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবানন্দ জানান প্রতি বছরের ন্যায় এ বছরও এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেন।