বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর সার্কিট হাউজের একটি কক্ষ থেকে ভানু জমাদ্দার (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউজের পূর্বপাশের জবা-০৬ নম্বর কক্ষের দরজায় গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ভানু জমাদ্দার শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সার্কিট হাউজের একটি বিশ্রাম কক্ষের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন।
(আহৃত)