শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান ও বোয়ালমারীর চতুল ইউপির পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইটভাটার পাশে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় নিজাম নামে আরো এক মাদক কারবারি পালিয়ে গেছেন। আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা গাঁজা পাইকারি দামে কিনে রাতে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। আসামি জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছেন।
বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, গ্রেফতারদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে।