বাংলার আকাশ ডেস্কঃ
জার্মানিকে নিজেদের বাড়তি বিদ্যুৎ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।
রাশিয়ার ওপর থেকে নিজেদের জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি৷ এমন সময়ই এ প্রস্তাব দিল ইউক্রেন।
এ ব্যাপারে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শামসাল জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, ইউক্রেন বর্তমানে মলদোভা, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ করে; এখন জার্মানিতেও বিদ্যুৎ রপ্তানি করতে ইচ্ছুক আমরা৷
তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে৷
তিনি জানান, যদি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন জ্বালানি রপ্তানি করতে পারে তাহলে দুই পক্ষই লাভবান হবে৷ কারণ এতে ইইউ জ্বালানি পাবে অন্যদিকে ইউক্রেন বৈদেশিক মুদ্রা পাবে যা এখন ইউক্রেনের জরুরি ভিত্তিতে প্রয়োজন৷
(আহৃত)