বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ
হে বীর,হে মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
তুমি মরতে পারো না ,”তুমি বঙ্গবন্ধু “
তুমি ছিলে,তুমি থাকবে আরো হাজার বছর
বাঙালির হৃদয়ের মনি কোঠায় “।
আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৭৫ সালে ১৫ই আগস্ট এই দিনে বাংলাদেশ ও স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। প্রতিবছর ১৫ই আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয় ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি।
যথাযোগ্য মর্যাদায় আজ এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের কনভেনশন হল এ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ মমিন আলী স্যার সহ সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ক্যাডেটগন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বঙ্গবন্ধু জীবন নিয়ে আলোচনা, কবিতা,গানসহ নানাবিধ কার্যক্রম পালন করেন।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সজিব স্যার এর মোনাজাতের মাধ্যমে ১৯৭৫ সালে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।