বাংলার আকাশ ডেস্ক :-
ফরিদপুর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নঈমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জিএম ফারুখ। এসময় উপস্থিত যুব উন্নয়নঅধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক রিজাউল করিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,নগরকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোর্শেদ জামান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষত যুবদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।