বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৃহস্পতিবার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করতে তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে সৌদি আরব বাংলাদেশকে সহযোগিতা দেবে কি না, জানতে চাইলে ঈসা বিন ইউসুফ বলেন, ‘এটা আমি বলতে পারছি না। এটা আমাদের মন্ত্রণালয় বলতে পারবে। বাংলাদেশে সৌদি আরবের একটি প্রতিনিধিদল সফর করবে, তখন জ্বালানি সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।’
ঈসা বিন ইউসুফ আরও বলেন, আগামী কয়েক বছরে সৌদি আরবের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এরই মধ্যে আরামকো, একুয়া পাওয়া, রেড সি গেটের মতো শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ শুরু করছে। তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ থেকে আগের চেয়ে বেশি কর্মী যাচ্ছেন। এখন দূতাবাস থেকে প্রতিদিন ৫ থেকে ৮ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে।