বাংলার আকাশ ডেস্ক:-
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দুস্তদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীয়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার চৌধুরী লাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস। আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশে, উপজেল প্রকৌশলী আব্দুল মোমিন। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগ নেতা প্রাণ কৃষ্ণ চৌধুরীর (পিরু)। অনুষ্ঠানে ১৩০ জন দুস্ত মহিলাদের সেলাই মেশিন ও ৪৯ জন শিক্ষার্থীর মাঝে ক্রীয়া সামগ্রী বিতরণ করা হয়।