র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে মাদারীপুর হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০৮/০৮/২০২২ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় জেলার ভাংগা থানাধীন ভাংগা বাসস্ট্যান্ড নামক স্থানের পাকা রাস্তার উপর অবস্থান কালে কতিপয় ব্যক্তি প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে মাদারীপুর জেলার দিক হতে এসে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা বাসস্ট্যান্ড নামক স্থানের পাকা রাস্তার উপর পৌছালে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ ফয়সাল (৩২), পিতা-মৃত হারুনুর রশিদ মজুমদার, সাং-কামড্ডা, থানাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লা, মোঃ আলামিন (৩২), পিতাঃ মোঃ ইউনুস খলিফা, সাং-গরঙ্গল বোরাদী, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল,মোশারফ (৪২), পিতা-মৃতঃ আবদুল হাকিম মজুমদার, সাং-কামড্ডা, থানাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লাকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে গাঁজা-১৪.৫০০ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, ০১টি মোটরসাইকেল সীমকার্ড, ০৮টি মোবাইল ফোন ০৫ টি জব্দ করা হয়।
ধৃত আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।