না ফেরার দেশে পাড়ি জমালেন ফরিদপুর প্রেসক্লাবের জ্যৈষ্ঠ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন (৬৯)। শনিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদসহ জেলার কর্মরত সাংবাদিকরা। এদিকে রোববার তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের কবরস্থানে বাদ আছর দাফন করা হবে।
আহৃত