পুলিশের গুলিতে ৭ মাসের শিশু নিহতের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে সাত মাস বয়সী শিশু নিহতের ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গুলি করার পেছনে মূল কারণ বের করে পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনসে নারী পুলিশের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধনী শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশে খাদ্যদ্রব্য ও ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। খুব শিগগিরই অবস্থার পরিবর্তন হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
আহৃত