তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
দিন কয়েক আগে এমনই গুঞ্জনে উত্তাল ছিলেন অনুরাগীরা। একটি ছবিতে অভিনেত্রী সন্তানের মা হওয়ার অবস্থান লক্ষ্য করে এ গুঞ্জনের সূত্রপাত।
সত্যিই কি মা হতে চলেছেন কারিনা? নতুন সদস্য আসতে চলেছে সাইফ পরিবারে? এই প্রশ্নের উত্তর দিলেন সাইফপত্নী নিজেই।
বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান।
কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’।
২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা। ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম দেন অভিনেত্রী। ২০২১ সালে তাদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ আলি খান। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে তার।
(আহৃত)