বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি এলাকা থেকে অবৈধ অস্ত্র, বিদেশি মদ এবং সিগারেট উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ১১টায় পুট্টারঝিরি নামক স্থানে পাহাড়ের ঢালুতে ছড়ার পাশে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় ১২টি অস্ত্র, বার্মিজ মদ ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট এবং বার্মিজ ৪টি বস্তা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধসহ যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
(আহৃত)