ঈদে নির্মিত হয়েছে অন্তর্জাল সিনেমা ‘হোটেল নিরিবিলি’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন শবনম। আর নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে আরটিভিতে সিনেমাটি দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির গল্পে অনেক লেয়ার আছে। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এ সিনেমাটি উপভোগ করবেন।
আহৃত