ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রোববার বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন বারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোশারফ হোসেন মোল্লা সভাপতি ও সোহেল সিকদার
সাধারন সম্পাদক নির্বাচিত হন বলে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন রোববার রাত ১০টায় নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামী লীগ আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত এই সম্মেলন উদ্বোধন করেন। প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, এর সভাপতিত্বে
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাওকাত শাহিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. বাবুল, রেশমা আক্তার, মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ নেতা, রাজ্জাক মোল্লা, মোতাহার হোসেন মোল্লা, আলী মো. রমযান, ডা. মো. বাবুল মিয়া, মো. সাহিন খাঁনসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ ।
(আহৃত)